Labels: ,

বাংলাদেশের প্রায় লক্ষলক্ষ ফেসবুক ব্যবহারকারী ভুল পথে যাচ্ছে

কি যুগ আইলোরে ভাই,এখন ফেসবুকে মুসলিম হলে কমেণ্টে আমিন লিখতেই হয়,নইলে আমার জাত গেল বলে!
আবার নাকি এড়িয়েও যাওয়া যাবে না!

এছাড়াও জান্নাতের টিকিট এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে! আপনি জান্নাতে যেতে চাইলে ঘরে বসে কমেন্টে আমিন লিখলেই টিকিট কনফার্ম!

রেডিও গরম,রেডিও মুন্না, রেডিও সঙ্গী, রেডিও স্বদেশ এইরকম অসংখ্য পেইজে ফেসবুক ভরপুর।এদের লাইক এক দুই হাজার নয়। এদের লাইক সংখ্যা বিশ/ত্রিশ হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ পর্যন্ত।

বাংলাদেশের প্রায় লক্ষলক্ষ ফেসবুক ব্যবহারকারী এদের পাল্লায় পড়ে ভুল পথে যাচ্ছে।এরা আবার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে মানুষের দুর্বলতম দিক,আবেগ কে। ইসলামকে ব্যবহার করে এই কাজটি করছে সুনিপুনভাবে।

এদের স্ট্যাটাসগুলো যেরকম হয়ে থাকে তার কিছু নমুনা দেখুন-
১.একটি অসুস্থ বা রুগ্ন শিশুর ছবি দিয়ে বলবে কেউ আমীন না লিখে যাবেন না।
২.আল্লাহ তায়ালার নাম অমুক যায়গায় এখানে সেখানে পাওয়া গিয়েছে।
৩.সব পুড়ে গেছে অথবা পানিতে তলিয়ে গেছে কিন্তু কোরআন,আল্লাহর নাম আর মসজিদ রয়ে গেছে।
৪.হিজাব পরা কোনো আরব রমনীর ছবি দিয়ে বলবে এই মুসলিম বোনটির জন্য কতগুলা লাইক।
৫. কখনো শুদ্ধ কখনো জাল হাদিস ব্যাখ্যা ছাড়া তুলে ধরে বলবে সবাই লাইক দিন যদি জান্নাতে যেতে চান।
৬.কখনো মিয়া খালিফার ইসলাম গ্রহনের খবর,কখনো টনি ব্লেয়ারের শালির/অংসাং সুচির/এই বোন/ভাই টির ইসলাম গ্রহনের খবর।
৭.আদম আঃ এর পায়ের ছাপ, মা-ফাতিমার শাড়ি।
৮.এমনকি রাসুল সাঃ কে ব্যবহার করতেও এরা ছাড়েনা (নাউজুবিল্লাহ)। বিভিন্ন নবী রাসুলদের মাজার/কবরের ছবি।

এদের সব পোস্টেই থাকে এডিট করা কোন না কোন ছবি।আর শেষে থাকে
*মুসলিম হলে কমেন্টে আমীন লিখুন
*লাইক না দিয়ে যাবেন না।
*এই খবরটি বেশি বেশি শেয়ার করুন।
*জান্নাতে যেতে চাইলে আমিন /সুবনাল্লাহ না বলে যাবেন না!

অথচ সরলমনা মুসলিমেরা না বুঝেই এসবে লাইক দিয়ে থাকেন। শেয়ার করে থাকেন। তারা জানেন না যে এটি চরম মিথ্যে। অজান্তে তাঁরা এভাবেই ইসলামের ভুল চিত্র তুলে ধরছেন সবার সামনে। অথচ তাঁরা ভাবছেন এটি করে বুঝি পূণ্য হলো। তারা জানেন না যদি এসবেই আপনি সওয়াব পেতেন তাহলে ইসলামের মত একটি পূর্ণাংগ জীবন ব্যবস্থায় অবশ্যই এসবের কথা উল্লেখ থাকতো যে, আধুনিক কালে বা শেষ জমানায় এরকম কিছু পেইজ আসবে এবং তোমরা তাতে লাইক কমেন্ট শেয়ার দিয়েই পূণ্য কামিয়ে নিতে পারবে,জান্নাতে যেতে পারবে।

একটি পেইজ কিংবা ফেইক আইডি থেকে শুধুই হাজার হাজার লাইক পেতে কেউ একাজ করে না। তাদের উদ্দেশ্য অবশ্যই দৃষ্টি আকর্ষন করা।তবে শুধু সেজন্যই তারা এই পন্থা অবলম্বন করে না।ইচ্ছাকৃতভাবে ইসলামকে বিতর্কিত করা এবং অন্য ধর্মের কাছে খারাপভাবে একে উপস্থাপন করাটাও এদের একটা উদ্দেশ্য।এছাড়া মানুষকে ইসলামের আসল শিক্ষা থেকে দূরে রেখে ধর্মপ্রাণ মানুষকে যারা স্বল্প শিক্ষিত কিংবা প্রযুক্তিতে এগিয়ে নেই অথচ ফেইসবুক চালাতে জানেন এমন মানুষদেরকে টার্গেট করেই এসব করছে ওরা। এদের উদ্দেশ্য অনেক সুদূরপ্রসারী।
এদের মূল উদ্দেশ্যটি হলো, মানুষকে ইসলামের কাছ থেকে দূরে রাখা এবং ভুল পথে পরিচালিত করা বিশাল সংখ্যক মুসলিমদেরকে। যেন তারা অশিক্ষিত থেকে যায় এবং সত্যিকারের শিক্ষা থেকে নিজেদের দূরে রাখতে পারে। এসব পেইজের অ্যাডমিনগুলো বেশীরভাগ নাস্তিক এবং বিধর্মী।

তাই সবাই একটু সতর্ক হোন।এইসব পেজে লাইক কমেন্ট দেয়া থেকে বিরত থাকুন।লাইক,কমেন্ট, শেয়ার দিয়ে ওদের প্রচারণার অংশ হবেন না।

এগুলা দেখামাত্র রিপোর্ট করেন,পারলে শেয়ারকারীকে ব্লক মারেন।

আর যাইবার কালে আরেক টি কথা, এই লেখাটি ভাল লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে  জানার সুযোগ দিন!

(Cltd)

No comments:

Post a Comment