ভালো মা হওয়া যেমন সওয়াবের, ভালো শাশুড়ি হওয়াও তেমন সওয়াবের।
আমার দাদী সম্পর্কে আম্মু একটা কথা বলে, “তোমার দাদীর মতো সোনার মানুষ লাখে-কোটিতে পাওয়া যাবে না।”
আমার দাদীর নয় ছেলে। নয় ছেলের ঘরে নয়টা বউ। এই নয় বউ নিয়ে আমার দাদী চলেছেন। কারো সাথে উনার কোনদিন কিছু নিয়ে লাগেনি। উনি সবাইকে ভালোবাসতেন, সবাই উনাকে ভালোবাসত। আমার আম্মু দাদীর সাথে বসে দীর্ঘ সময় ধরে গল্প করত। ছেলেদের হক, বউদের হক সম্পর্কে আমার...