শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

মুহাম্মদ (সাঃ)-আল্লাহর রাসূল

মুহাম্মদ (সাঃ)-সকল মানুষের জন্য উদাহরন, সর্বশ্রেষ্ঠ মানুষ, ও আল্লাহর রাসুল

আল কোরআন - মহান আল্লাহ প্রদত্ত কিতাব

এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,

আমাদেরকে সরল পথ দেখাও

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

আল্লাহ নিতান্ত মেহেরবান ও দয়ালু

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

Labels: , ,

সুরা ইউসুফে -ইউসুফ (আঃ) ও মুহাম্মদ (সাঃ) ঘটনার মিল


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


কোরআনের রত্ন ইউসুফ (আঃ) ও মোহাম্মদ (সাঃ) ঘটনার মিল

১।প্রথমত কোরআনের সুরা নং ১২ সূরা ইউসূফ মক্কায় অবতীর্ণ হয় নবুয়তের দশম সালে যাকে বলাহয় দু: খ\বিষাদ\তীব্র শোকের বছর কারন এ বছরে মোহাম্মদ (সঃ) ওনার খুব কাছের ও প্রিয় দুজন মানুষকে হারান এক চাচা আবু তালিব এবং ওনার স্ত্রী ও প্রথম মুসলীম খাদিজা (রঃ) এ দুজন সবসময়ে মোহাম্মদ (সঃ) এর পাশে ছিলেন সকল বিপদের সময়ে এরাই আমাদের মহানবী (সঃ) কে সাহস যুগিয়েছিলেন। এই সুরা ইউসুফের মাধ্যমে আল্লাহ মোহাম্মদ (সঃ) কে শোক সইবার জন্য উপদেশ দেন - আল্লাহ এই সুরাতে আল্লাহ ইউসুফ (আঃ)এবং ওনার বাবা ইয়াকুব (আঃ) এর দুঃখ\ দুর্দশার বর্ননা করেন যে যদিও ইউসুফ (আঃ) ছোটবেলায় হারিয়ে যান পরবর্তীতে বহু বছর পর হলেও ওনারা দুজন মিলিত হন।

২। ইউসুফ (আঃ) ওনার ভাইদের দ্বরা নির্যাতিত\নিগৃহীত হন - ঠিক তেমনি মোহাম্মদ (সঃ) কে ওনার গোত্র/জাতি/গোস্টি ভাইদের (কোরআইশ গোত্র) দ্বারা নির্যাতিত\নিগৃহীত হন।

৩। ইউসুফ (আঃ) এর ভাইয়েরা তাকে অন্ধকার কুয়াতে ফেলে দেয় এবং তাকে ঘর ছারতে বাধ্য করে- একই ভাবে কোরআইশ গোত্রের লোকেরা যাকে মোহাম্মদ (সঃ) ভাইদের মত আপন জানতেন তাকে গুহায় লুকাতে বাধ্য করে কারন তারা মোহাম্মদ (সঃ) মারার জন্য চেস্টা করে যার জন্য মোহাম্মদ (সঃ) ও মক্কা , নিজের জন্মভুমি ও ঘর ছারতে বাধ্য হন

৪। ইউসুফ (আঃ) অবশেষে ওনার অনুতপ্ত\ অনুশোচক ভাইদের সাথে মিলিত হন এবং ওনার বাবা ইয়াকুব (আঃ) উত্তরাধিকার প্রতিস্ঠা করেন- মোহাম্মদ (সঃ) ও অবশেষে মক্কা বিজয় করে ফিরে আসেন এবং ওনার অনুতপ্ত\ অনুশোচক কোরআইশ গোত্রের লোকদের সাথে মিলিত হন এবং ওনার পূর্বপুরুষ ইবরাহিম (আঃ) উত্তরাধিকার প্রতিস্ঠা করেন।

৫। ইউসুফ (আঃ) ওনার ভাইদের বলেন সুরা নং ১২ সূরা ইউসূফ আয়াত ৯২ " আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদের কে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান। " - আর মোহাম্মদ (সঃ) মক্কা বিজয়ের পর কোরআইশদের উদ্দেশ্যে বলেন : " যে আবু সুফিয়ান এর বাসায় প্রবেশ করবে সে নিরাপদ, যে অস্ত্র ফেলেদিবে\সারেন্ডার করবে সে নিরাপদ, যে ঘরের দরজা বন্ধ করেছে সেও নিরাপদ " এমন ক্ষমার দৃস্টন্ত পৃথিবীতে আজো বিরল, অতুলনীয়, শুধু তাই নয় মোহাম্মদ (সঃ) আরো বলেন :

আমি তোমাদের জন্য সেই কথাই বলবো যেমনটি ইউসুফ তার ভাইদের বলেছিল " আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদের কে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান। "

সুবহানাল্লাহ এরচেয়ে সুন্দর , ক্ষমার, ভ্রাতৃত্বের, বন্ধনের, আদর্শের উদাহরন আর কোথায় পাবেন ইসলাম ছারা।

অনুবাদ করে লিখেছেন-  ফয়সাল হাসান

0 comments
Labels: ,

কোরআনের রত্ন সমুহ: সুরা ইউসুফ সুরা নং ১২ মক্কায় অবতীর্ণ



শার্ট :৩ বার/ স্বপ্ন: ৩বার/ ভ্রমন:৩ বার/ পরিবর্তন:৩ বার

আল কোরআনে সুরা ইউসুফে শার্ট, স্বপ্ন, ভ্রমন ও পরিবর্তন ৩ বার করে উল্লেখ করা হয়েছে .আমরা এখানে তার মুল কারন অনুসন্ধান করার চেস্টা করবো ইশাআল্লাহ

***************শার্ট/ জামা ***************
১ ইউসুফ (আঃ) এর শার্ট ওনার পিতা ইয়াকুব (আঃ) এর কাছে ইউসুফ (আঃ) এর ভাইয়েরা কৃত্রিম রক্ত লাগিয়ে ফিরিয়ে এনেছিল
দেখুন সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ১৮ "এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল"

২। যখন ইউসুফ (আঃ) এর জামা যখন পিছন দিক দিয়ে ছিরে ফেলেছিল সেই মহিলা (ইউসুফ (আঃ) মালিকের স্ত্রী)
দেখুন সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ২৫ "তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল।"

৩। যখন ইউসুফ (আঃ) ওনার ভাইদের বললেন তার জামাটা নিয়ে ওনার বাবার কাছে দিতে যাতে তিনি আসল ঘটনা বুঝতে পারেন বা ওনার দৃস্টি ফিরে পাবেন দেখুন সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৯৩ "তোমরা আমার এ জামাটি নিয়ে যাও। এটি আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিও, এতে তাঁর দৃষ্টি শক্তি ফিরে আসবে।"

***************স্বপ্ন ***************
১। ইউসুফ (আঃ) স্বপ্ন যখন তিনি ছোট ছিলেন দেখুন সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৪ "যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সেজদা করতে দেখেছি। "

২। দুই জন কারাবন্দির স্বপ্ন যখন ইউসুফ (আঃ) তাদের সাথে কারাগারে মিলিত হন সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৩৬ " তাঁর সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বললঃ আমি স্বপ্নে দেখলাম যে, আমি মদ নিঙড়াচ্ছি। অপরজন বললঃ আমি দেখলাম যে, নিজ মাথায় রুটি বহন করছি। তা থেকে পাখী ঠুকরিয়ে খাচ্ছে। আমাদের কে এর ব্যাখ্যা বলুন। আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি।"

৩। বাদশাহর স্বপ্ন: সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৪ "বাদশাহ বললঃ আমি স্বপ্নে দেখলাম, সাতটি মোটাতাজা গাভী-এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে পরিষদবর্গ! তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বল, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাক।"

**** **ইউসুফ (আঃ) এর ভাইদের ভ্রমন/ যাত্রার পড় যখন মিশরে পৈছায় তার পর তিনবার সাক্ষাত *****

১। সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৫৮ "ইউসুফের ভ্রাতারা আগমন করল, অতঃপর তার কাছে উপস্থিত হল। সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না।"

২। সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং "যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল, তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল। বললঃ নিশ্চই আমি তোমার সহোদর। অতএব তাদের কৃতকর্মের জন্যে দুঃখ করো না।"

৩। সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৮৮ "তঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বললঃ হে আযীয, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদের কে দান করুন। আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। "

************ইউসুফ (আঃ) এর পরিবর্তন সমুহ ***********

1. ইউসুফ (আঃ) কে উনার ভাইয়েরা কুয়াতে ফেলে দেন, এবং এক কাফেলা তাকে খুজে পেয়ে বাদশাহ নিকট দাস হিসেবে বিক্রয় করে দেয় দেখুন সুরা ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ১০ থেকে ২১

২। ইউসুফ (আঃ) কে কারাগারে প্রেরন ইউসুফ সুরা নং ১২ আয়াত নং ৩৫ "অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। "

৩। ইউসুফ (আঃ) উনার পরিবারের সাথে আবার মিলিত হলেন আয়াত নং ৯৯-১০০ "অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতা-মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেনঃ আল্লাহ চাহেন তো শান্তি চিত্তে মিসরে প্রবেশ করুন।"

শিক্ষা: সুরা ইউসুফে প্রত্যেকটা গুরুত্বপুর্ন বিষয় গুলো কে তিন বার করে উল্লেখ করা হয়েছে আর প্রত্যেক বিষয় সমুহ সুক্ষ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতেই বোঝা যায় কোরআন মানুষের রচিত গ্রন্থ নয় যারা মনে করেন কোরআন মোহাম্মদ (সঃ) নিজে বানিয়েছেন তবে তাতে নিশ্চই কোন ভুল বা অমিল থাকতো কারন তিনিও ছিলেন আল্লাহর বান্দা মানুষ,

১।আয়াত ১১১ আল্লাহ বলেন "তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত। "

২। সুরা ইউসুফ প্রমান করে নবী ও পয়গাম্বরাও নিরাশ হতেন তাই বলে বিশ্বাস হারাবেন না ভেন্গে পড়বেন না আয়াত ১১০ এ দেখুন " এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে, তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না।"

৩। আয়াত ১০১ এ আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন "হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভোমন্ডল ও ভূ-মন্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন।

0 comments
Labels: ,

কোরআনের রত্ন ইউসুফ (আঃ) ও মুসা (আঃ) ঘটনার মিল

#কোরআনের রত্ন : ইউসুফ (আঃ) ও মুসা (আঃ) এর কাহিনী\গল্প\বিবরণ\ ইতিহাসের সাথে মিল\সদৃশতা সমুহ।

আপনারা নিশ্চই কোরআনে ইউসুফ (আঃ) Joseph ও মুসা (আঃ) সর্ম্পকে জেনে থাকবেন:

দুজনের ঘটনা সময়কালের মধ্যে পার্থক্য হাজার বছরের উপরে। কোরআন অনুযায়ি প্রথম ঘটনা ইউসুফ (আঃ)এবং তার পর মুসা (আঃ) সর্ম্পকে

মিল\সদৃশতা সমুহ:১. নবী ইয়াকুব (আঃ) যিনি ইউসুফ (আঃ) বাবা এবং মুসা (আঃ) এর মা দুজনেই তাদের সন্তান কে হারান মিশরে এবং অবশেষে ফিরেও পান।

২. ইউসুফ (আঃ) Joseph ও মুসা (আঃ) দুজনেই পানিতে পতিত হন যেমন ইউসুফ (আঃ) Joseph কে কুয়াতে ফেলে দেয় ওনার ভাইয়েরা  এবং মুসা (আঃ) কে নদীতে ভাসিয়ে দেন ওনার মা ফেরআউন থেকে বাচাতে।

৩. যখন ধর্মযাজক ইউসুফ (আঃ) Joseph কে ঘরে আনেন এবং যখন আসিয়া (আঃ) মুসাকে ফেরআউনের কাছে নিয়ে আসে তখন দুজনেই একই কথা বলেছিলেন : {عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَأْتَخِذَهُ وَلَدًا}
{ আসা আন ইয়ান ফাআনা আউ নাত তাকিতাহাহু ওয়ালাদান} যার অর্থ মনে হয় এই বাচ্চা আমাদের উপকারে\কাজে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহন করবো

৪. ইউসুফ (আঃ) Joseph ও মুসা (আঃ) দুজনেই পালিত হয়েছিলেন অন্যের কাছে এবং দুজনেই রাজ প্রসাদে বা দুর্গে বেড়ে ওঠেন।

৫. ইউসুফ (আঃ) Joseph ও মুসা (আঃ) দুজনেরই চেহারা বা সৈন্দর্য তাদের জীবনে বড় রকমের প্রভাব ফেলেছিল। যেমন ইউসুফ (আঃ) Joseph এর যুবক বয়সের সময়ে রাজ প্রসাদের বা দুর্গের নারীরা তার সৈন্দর্যের জন্য পাগল হয়ে ছিলেন এমনকি কথিত আছে যে ইউসুফ (আঃ) দিকে তাকিয়ে দেখার সময় ফল কাটতে গিয়ে নিজের হাতের অংগুল কেটে ফেলেছে। আর অন্য দিকে মুসা (আঃ) যখন নদীতে ভাসতে ভাসতে ফেরআউনের স্ত্রীর কাছে যায় তখন মুসা (আঃ) কে দেখে ওনার মায়া হয় এবং নিজের কাছে নিয়ে নেন আর ফেরআউন সেই সময়ে যখন সকল ছেলে সন্তান হত্যার নির্দেশ দেয় তখন মুসা (আঃ) কে ওনার স্ত্রীর কাছে দেখে না মেরে বরং নিজের সন্তান হিসেবে পালতে সম্মত হন।

৬. ইউসুফ (আঃ) এর ঘটনায় নারীরা তাদের হাতের অংগুল কেটে ফেলেছে কারন তারা এতটাই মুগ্ধ হয়েছিল ইউসুফ (আঃ) এর সৈন্দর্যে আর মুসা (আঃ) কে নিজের প্রসাদে নিয়ে ফেরআউন বুঝতেও পারেনি যে নিজের গলা সে নিজেই কাটছিল কারন একদিন মুসা (আঃ) ই হন ফেরআউনের সম্রাজ্যের পতনের কারন।

সুবহানাল্লাহ দেখনু ঘটনার মিল সমুহ। ইউসুফ (আঃ) ও মুসা (আঃ) এর কাহিনী ইতিহাস যেখানে ফিরে আসে, একই রকম ঘটনার পুনরাবৃত্তি যদিও তাদের মাঝে হাজার বছরের পার্থক্য।

মুল কথা শাসক যতই জালিম হোক না কেন যতই পাওয়ারফুল হোক না কেন তার পতনের জন্য একজন সৎ লোকই যথেস্ট এটাই বারবার প্রামানিত হয়েছে চিরন্তন সত্য হিসেবে তাই যারাই ক্ষমতায় আছেন বা যাবেন তাদের সর্বদা মনে রাখা উচিৎ তাদর চেয়েও বড় মহান এক ক্ষমতাধর আছেন যার কাছে ফিরে যেতে হবে।

তথ্য সুত্র নেয়া হয়েছে: সূরা নং ২৮ সুরা আল কাসাস তফসির নোটস থেকে আয়াত নং ৭,
লিখেছেন: নোমান আলী খান সিইও ব্যাইয়েনাহ ইন্সটিটিউট

লিংক: Click This Link

0 comments
Labels: ,

ইমাম জাহিদুল ইসলাম এক অনন্য দৃস্টান্ত

 বছরের পর বছর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তিনি। জনদুর্ভোগ খুঁজে বের করে আর ১০ জনের সহায়তায় ঝাঁপিয়ে পড়ছেন সমাধানে। বগুড়ার জাহিদুল ইসলাম নিজ উদ্যোগে বানিয়েছেন সাঁকো, ঈদগাহ, লাগিয়েছেন ৩০ হাজার ফলদ বৃক্ষ ।

বাড়ির পাশেই দিগদাইড় বিল। বিল পেরিয়ে ওপাশে গঞ্জের বাজারে প্রতিদিন নানা কাজে যাতায়াত করতে হয় শত শত মানুষকে। ঘাটের ছোট্ট ডিঙি নৌকাটির খোঁজ থাকে না অনেক সময়ই। সারা বছর গ্রামবাসী দুর্ভোগ পোহালেও মাথা ঘামায় না কেউ। এ অবস্থায় এগিয়ে এলেন জাহিদুল ইসলাম। নিজের ঝাঁড় এবং আশপাশের মানুষের কাছ থেকে চেয়ে নিলেন বাঁশ। ছোট ভাই জুয়েলকে সঙ্গে নিয়ে তৈরি করলেন প্রায় ২৫ ফুট লম্বা সাঁকো। স্বস্তির নিঃশ্ব্বাস ফেলল উভয় পারের মানুষ।

কিছুদিন পর গ্রামের যুবকদের নিয়ে হাড়ভাঙা শ্রমে পাশের পাঠানপাড়া গ্রামে বিল পারাপারে বানিয়ে ফেললেন প্রায় ৬০ ফুট লম্বা আরেকটি বাঁশের সাঁকো। আশপাশের মানুষের চোখমুখে কৃতজ্ঞতার ছাপ দেখে জাহিদুলকে পেয়ে বসল উপকারের নেশায়।

বগুড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের সোনাতলা উপজেলার নিভৃতপল্লী দিগদাইড় গ্রামে তাঁর বাস। ৪৫ বছর বয়সী জাহিদুল ইসলাম পেশায় মসজিদের ইমাম। তিন দশক ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে। গ্রামে ঢুকে প্রথমেই বের করছেন জনদুর্ভোগের কারণ। তারপর সে সমস্যা সমাধানে সংঘবদ্ধ করছেন মানুষকে। যমুনাপারের সোনাতলা, সারিয়াকান্দি আর গাবতলীর অবহেলিত গ্রামগুলোতে নিজ উদ্যোগে, স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন প্রায় ৫০০ সাঁকো। সম্প্রতি গাবতলী উপজেলার কাঁকড়া বিলের ওপর প্রায় ৭০০ ফুট লম্বা বাঁশের সাঁকো তৈরি করেছেন। তিন মাস ধরে চলেছে নির্মাণকাজ। সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার বাঁশ ও ১২ মণ লোহার পেরেক। সাঁকোটি বানানো শেষ হলে বগুড়ার নেপালতলী ইউনিয়নের শেখহাটি, জাতহলিদা, নারচী, বাঁশগাড়ি, পাড়কাঁকড়া, কুড়িপাড়া, ময়নাতলা, নিচকাঁকড়া, কাজলাপাড়া, ধলিরচর, চকরাধিকা, কদমতলী, সুখানপুকুরের লাখো মানুষের দুঃখ লাঘব হবে।

কেবল সাঁকো বানানোর মধ্যেই সীমাবদ্ধ নেই জাহিদুলের কার্যক্রম। দিগদাইড় গ্রামের পাশেই পাঠানপাড়ায় ৩০ ফুট গভীর গর্ত পূরণ করে তৈরি করেছেন ঈদগাহ। বাড়ির টিউবওয়েল থেকে পানি এনে ভিজিয়ে দেন রাস্তা। কাদায় পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়ে পড়ে চলাচল। যেখানেই এসব চোখে পড়েছে সেখানেই পাইপ লাগিয়ে পানি সরে যাওয়ার ব্যবস্থা করেছেন। সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ থেকে পাঠানপাড়া পর্যন্ত সাত কিলোমিটার জুড়ে লাগিয়েছেন প্রায় ৩০ হাজার বনজ-ফলদ বৃক্ষ। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন তালের আঁটি। তাদের নিয়েই সেসব আঁটি লাগিয়েছেন রাস্তার ধারে। পরিকল্পনা করছেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সারিয়াকান্দি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ রাস্তায় তালগাছ লাগানোর।

কেন এই নিজের খেয়ে বনের মোষ তাড়ানো_প্রশ্নের জবাবে শান্ত, সাদাসিধে মানুষটির মুখে একচিলতে হাসি ফুটে উঠল_'মানুষকে ভালোবাসার এসব দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মকে সুন্দর বাংলাদেশ তৈরিতে উদ্বুব্ধ করবে।' ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি জানান, 'যদি আরো কিছুদিন বাঁচি আর আমাকে গ্রামের মানুষ সাহায্য-সহযোগিতা করেন, তাহলে এলাকায় পাবলিক লাইব্রেরি, এতিমখানা, গণকবরস্থান প্রতিষ্ঠা করব।' তাঁর সম্পর্কে বলতে গিয়ে সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আহসান উল্লাহ বলেন, 'আমরা আগে তাঁকে চিনতাম না। কিন্তু এত এত ভালো কাজ করায় জাহিদুল এখন শুধু আমাদেরই নন, আশপাশের গ্রামগুলোরও আপনজনে পরিণত হয়েছেন।' ছেলের এ ধরনের কাজের ব্যাপারে মা জোহুরা জানালেন, 'আমার ছেলেটা কাজপাগল। তার এমন সেবামূলক কাজে গর্বে আমার বুক ভরে যায়।

' স্ত্রী শাহিন স্বামীর কাজকে শ্রদ্ধা জানিয়ে বলেন, 'গরিব বলে আমাদের কোনো দুঃখ নেই। তবে দুঃখ পাই যেদিন কোনো মানুষের উপকার করতে না পারি।'

0 comments