Labels: ,

ধর্ম কথাঃ সুরা নাস এ কি বলা আছে

বিসমিল্লাহির রাহ মানির রাহীম


قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
বলুন, আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের
Say :I seek refuge with the Lord of Mankind
[ ১]
مَلِكِ النَّاسِ
মানুষের অধিপতির,
The King(or Ruller) of mankind,
[ ২]
إِلَهِ النَّاسِ
মানুষের ইলাহের কাছে
The Ilâh ( or Judge ) of mankind
[৩]
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে ,
From the mischief of the whisperer ( of evil) who withdraws ( after his whisper)
[ ৪]
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
(The same) who whispers into the hearts of Mankind
[ ৫]
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
Among jinns and among men
[৬]




এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা মূলক সুরা । সরাসরি সাহায্য না চেয়ে ৩ টি গুন উল্লেখ করে বিনীত ভাবে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে ।
আল্লাহকে বলা হয়েছে
মানুষের রব , বা প্রতিপালক
মানুষের মালিক বা অধিপতি
মানুষের ইলাহ বা মাবুদ (১,২,৩)।


এই তিনটি গুনের মাধ্যমে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে , আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তিনি সমস্ত মানুষের প্রতিপালক , অধিপতি ,মাবুদ । তিনিই ,মানুষ কে রক্ষা করতে পারেন ।
তিনি ছাড়া আর কেউই নেই যার কাছে আমি পানাহ চাইতে পারি ।

কিসের অনিষ্ট হতে পানাহ চাওয়ার কথা বলা হয়েছে ?

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে যে মানুষের মনে কুমন্ত্রণা দান করে । জ্বিনের মধ্যে থেকে বা মানুষের মধ্যে থেকে । (৪,৫,৬)

কুমন্ত্রণাদাতার কুমন্ত্রণা বা প্ররোচনা হতে । প্ররোচনাই হচ্ছে সমস্ত গুনাহের সূচনা বিন্দু । খুব নিভৃতে আত্মগোপন করে শয়তান মানুষের মনে প্রতিনিয়ত প্ররোচনা দিয়ে যায় । । কখন শয়তান আমাদের মনে কি করে আমরা কিন্তু বুঝে উঠতে পারিনা ।একজন অসতর্ক মানুষ ,প্ররোচিত হয়েই গোনাহের কাজ করে ফেলে ।
শয়তান কিন্তু প্রথমেই বড় টোপ ফেলে । আর সেই টোপ গিলে ফেলা মানুষ গুলো সমস্ত ধর্মিয় নিয়মকানুন , বিধিবিধান গুলো কে অসার মনে করে । নিয়মের বাহিরের কাজ গুলো কে সুন্দর আর সাহসী মনে হয় তাদের কাছে আর বলে "এখানে পাপ টা কোথায় ?" ধুর কিসের সৃষ্টিকর্তা ? সব মানুষের মনের কল্পনা । অর্থহীন ব্যাকডেটেড নিয়ম গুলো মানুষের তৈরি ।
মানুষ সরাসরি জড়িয়ে যায় নাস্তিকতা , শিরক , কুফরিতে । এধরনের টোপ গেলা মানুষ আমরা দেখেছি ।


কিন্তু আমরা যারা কালেমায় বিশ্বাস করি আমরা কিভাবে জড়িয়ে যাই?
শয়তান আমাদের ছোট ছোট নিয়ম ভঙ্গের কুপরামর্শ দিয়ে যায় । সবসময় ছোট ছোট গোনাহ করতে প্ররোচিত করে । এ চিন্তা মানুষের মনে দিয়ে দেয় , ছোট ছোট গুনাহ করে নিলে তেমন কোন ক্ষতি নেই ।
যেমন ,
ধুর , এটা কি গীবত হল , আড়ালে হলেও আমি ত সত্যি কথাই বলছি ।
থাক কাল থেকে ঠিক মত নামাজ পড়ব , আজ ভাল লাগছেনা । এটা আসলে ঘুষ না , এটা আমার প্রাপ্য ।
এভাবে ছোট ছোট গুনাহ করতে করতে আমরা গোনাহের সাগরে ডুবে যাই ।

এই প্ররোচনা দেয়ার কাজ জ্বিন শয়তান আর মানুষ শয়তান ও করে । এ সুরায় উভয়ের অনিষ্ট থেকে পানাহ চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে । মানুষের নিজের নফসের শয়তান ও মানুষকে ভুল পথে চলে যাওয়ার জন্য প্ররোচিত করতে থাকে ।

আল কুরআনের আরো আয়াত আছে একই সাহায্য চেয়ে

সুরা আনআমে ১১২ আয়াতে আছে , " আর এভাবে আমি জ্বিন ও মানুষ শয়তানদের কে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি , তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে কথা বলতে থাকে ।"

সুরা হা মীম সাজ-দাহ ,৩৬ আয়াতে আছে , " আর যদি শয়তানের পক্ষ থেকে কোন উস্কানি অনুভব কর তাহলে আল্লাহর পানাহ চাও ।"

" বলো , হে আমার রব ! আমি শয়তানদের উস্কানি থেকে তোমার পানাহ চাচ্ছি । "( আল মুমিনূন ৯৭)

সাহায্য চাইলে আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করবেন ?

" যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে , কখন শয়তানের প্রভাবে কোন অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও তারা সংগে সংগে সজাগ হয়ে যায় এবং তারপর ( সঠিক পথ ) তাদের দৃষ্টি সম্মুখে পরিষ্কার হয়ে উঠতে থাকে " সুরা আরাফ ২০১

সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন ।

ধন্যবাদ আর কৃতজ্ঞতা

আল কোরআন : ডিজিটাল ( ধর্ম মন্ত্রণালয় , গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ) আশা করি শানে নুযুল আর তাফসির যুক্ত করে সুন্দর এই সাইট টিকে আরো সমৃদ্ধ করা হবে ।

তাফহীমুল কুরআন মূলত বই থেকে সাহায্য নেয়া হয়েছে ।

সুরা নাস : বাংলা অনুবাদ , ব্লগার হিটলারের সাগরেদ 
Blog : ডাঃ নার্গিস পারভীন

No comments:

Post a Comment