অন্তহীন পুরষ্কার:
আপনাদের স্বাগত জানাচ্ছি 'Amazed by the Quran'সিরিজে। আর এ সিরিজে আমি আপনাদের সাথে কুরআনে পাওয়া কিছু চমকপ্রদ বিষয়ে কথা বলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ৯ নম্বর সুরা তওবার একদম পরপর দুটি আয়াত, আয়াত নঃ ১২০ আর ১২১।
[ ১২০। '' مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُم مِّنَ الْأَعْرَابِ أَن يَتَخَلَّفُوا عَن رَّسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَّيْلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِ عَمَلٌ صَالِحٌ ۚ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয়-তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না।''
১২১। '' وَلَا يُنفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا كَانُوا يَعْمَلُونَআর তারা অল্প-বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন।'']
এই দুটি আয়াত প্রায় একি ভাবে শেষ হয়েছে নিদেন পক্ষে বলা যায়, তাদের বিষয় বস্তু প্রায় একি। আল্লাহ বলছেন “إِلَّا كُتِبَ لَهُم بِهِ عَمَلٌ صَالِحٌ”- “তা ব্যতিত যে ওই লোকের জন্য একটি নেক আমল লিখা হলো এই কারনে”- একজন লোকের জন্য একটি ভাল কাজ লিখা হয়েছে তার আমলনামায়।“ইন্নাল্লাহা লা ইয়ুদিউ আজরাল মুহসিনীন”- “নিঃসন্দেহে আল্লাহ সৎ কর্মশীল লোকদের হক নষ্ট করেন না।এর পরের আয়াতে আল্লাহ বলছেন “ إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ
أَحْسَنَ مَا كَانُوا يَعْمَلُونَ”
“ তা সবই তাদের নামে লিখা হয়, যেন আল্লাহ তাদের কৃত কর্মের উত্তম বিনিময় প্রদান করেন।যেই জিনিসটা আমি এখানে আলোকপাত করতে চাচ্ছি, দুটি আয়াত ই শেষ হয়েছে ‘পুরষ্কার’দিয়ে,আল্লাহ তাদের কে তাই দিবেন যা তাদের জন্য লেখা হয়েছে। পার্থক্য এই যে একটাতে বলা হচ্ছে তাদের জন্য নেক আমল লিখা হবে, আরেকটাতে নেক আমল লিখার কথা কিছু বলা হয়নি। এটাই পার্থক্য। এক খানে বলা হচ্ছে, ‘নেক আমল’ যেটার জন্য‘পুরষ্কার’ দেওয়া হবে, আরেকটিতে বলা হচ্ছে‘তাদের জন্য লিখা হয়েছে’, “নেক আমল’ লিখা হয়েছে এটা উল্লেখ করা হয় নি।এখন, দ্বিতীয় ক্ষেত্রে যেখানে ‘নেক আমল’এর উল্লেখ হয় নি, আল্লাহ বলছেন
وَلَا يُنفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا
كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ
“আর তারা অল্প বিস্তর যা খরচ করে, যত প্রান্তর তারা
অতিক্রম করে, তা সবই তাদের নামে লিখা হয়”
খরচ করা একটি কাজ? হ্যাঁ বা না, হ্যাঁ। আল্লাহর খাতিরে প্রান্তর অতিক্রম করা কাজ? হ্যাঁ বা না, হ্যাঁ এটি একটি কাজ।অর্থাৎ এগুলো আমল বা কাজ, তাই আল্লাহ আর উল্লেখ করেননি যে এগুলো আমল।কারণ এটি স্পষ্ট। সবাই জানে এগুলো আমল, তাই আর বলার দরকার নেই। এখন আগের আয়াতটি দেখুন, ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ
وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ ওহ! কী চমৎকার !!
''এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে''
আপাতত এই তিনটি জিনিস ভাবুন, পিপাসা, ক্লান্তি ও ক্ষুধা, এর কোনটাই কিন্তু আমল বা কাজ নয়, আপনি পিপাসার্ত হয়ে এখানে বসে আছেন, এটা কোনো কাজ নয়, আপনি ক্লান্ত এটাও কোন কাজ নয়, আপনি ক্ষুধার্থ এটাও কোন কাজ নয়, কিন্তু যখন এটি আল্লাহর জন্য, এটি একটি কাজ, এটা তখন একটি ‘নেক আমল’ হিসাবে তার জন্য লিখা হয় (যে আলাহ্ র জন্য করছে তার জন্য)।
সুবহানাল্লাহ!!
আপনি সিয়াম রত অবস্থায় বসে আছেন,আপনি পিপাসার্ত,যতবার আপনার পিপাসা পাচ্ছে আপনি একটি নেক আমল পাচ্ছেন।এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন সেটাও একটি ‘আমল’হিসাবে বিবেচিত হচ্ছে আল্লাহর কাছে। ভাবা যায়!!! আপনি ক্লান্ত, হয়তো আল্লাহর জন্য কোন কিছু করেছেন, এখন ক্লান্ত হয়ে বসে আছেন, সেটাও একটি
‘আমল’আল্লাহর কাছে।আপনি পিঠে ব্যথা নিয়ে শুয়ে আছেন(আল্লাহরজন্য কিছু করতে গিয়ে)(আশা করি আল্লাহ এটাও গ্রহণ করবেন) আপনি যা করছেন আল্লাহ শুধু তাই হিসাব রাখছেন না, আপনি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন সেটাও হিসাব রাখছেন।সেটাও আপনার জন্য লিখা হচ্ছে।এটাই হচ্ছে এই শব্দ গুলোর সৌন্দর্য। যেটা আপনি চিন্তাই করেন নি যে ‘আমল’ হিসাবে গোনা হবে,কিন্তু আল্লাহ গুনছেন।আল্লাহ আমদের সেসব কাজ গ্রহন করুক যা আমরা করি, বা সেগুলো যা আল্লাহ আমাদের কাজ হিসাবে গন্য করেন।
আপনাদের স্বাগত জানাচ্ছি 'Amazed by the Quran'সিরিজে। আর এ সিরিজে আমি আপনাদের সাথে কুরআনে পাওয়া কিছু চমকপ্রদ বিষয়ে কথা বলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ৯ নম্বর সুরা তওবার একদম পরপর দুটি আয়াত, আয়াত নঃ ১২০ আর ১২১।
[ ১২০। '' مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُم مِّنَ الْأَعْرَابِ أَن يَتَخَلَّفُوا عَن رَّسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَّيْلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِ عَمَلٌ صَالِحٌ ۚ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয়-তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না।''
১২১। '' وَلَا يُنفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا كَانُوا يَعْمَلُونَআর তারা অল্প-বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন।'']
এই দুটি আয়াত প্রায় একি ভাবে শেষ হয়েছে নিদেন পক্ষে বলা যায়, তাদের বিষয় বস্তু প্রায় একি। আল্লাহ বলছেন “إِلَّا كُتِبَ لَهُم بِهِ عَمَلٌ صَالِحٌ”- “তা ব্যতিত যে ওই লোকের জন্য একটি নেক আমল লিখা হলো এই কারনে”- একজন লোকের জন্য একটি ভাল কাজ লিখা হয়েছে তার আমলনামায়।“ইন্নাল্লাহা লা ইয়ুদিউ আজরাল মুহসিনীন”- “নিঃসন্দেহে আল্লাহ সৎ কর্মশীল লোকদের হক নষ্ট করেন না।এর পরের আয়াতে আল্লাহ বলছেন “ إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ
أَحْسَنَ مَا كَانُوا يَعْمَلُونَ”
“ তা সবই তাদের নামে লিখা হয়, যেন আল্লাহ তাদের কৃত কর্মের উত্তম বিনিময় প্রদান করেন।যেই জিনিসটা আমি এখানে আলোকপাত করতে চাচ্ছি, দুটি আয়াত ই শেষ হয়েছে ‘পুরষ্কার’দিয়ে,আল্লাহ তাদের কে তাই দিবেন যা তাদের জন্য লেখা হয়েছে। পার্থক্য এই যে একটাতে বলা হচ্ছে তাদের জন্য নেক আমল লিখা হবে, আরেকটাতে নেক আমল লিখার কথা কিছু বলা হয়নি। এটাই পার্থক্য। এক খানে বলা হচ্ছে, ‘নেক আমল’ যেটার জন্য‘পুরষ্কার’ দেওয়া হবে, আরেকটিতে বলা হচ্ছে‘তাদের জন্য লিখা হয়েছে’, “নেক আমল’ লিখা হয়েছে এটা উল্লেখ করা হয় নি।এখন, দ্বিতীয় ক্ষেত্রে যেখানে ‘নেক আমল’এর উল্লেখ হয় নি, আল্লাহ বলছেন
وَلَا يُنفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا
كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ
“আর তারা অল্প বিস্তর যা খরচ করে, যত প্রান্তর তারা
অতিক্রম করে, তা সবই তাদের নামে লিখা হয়”
খরচ করা একটি কাজ? হ্যাঁ বা না, হ্যাঁ। আল্লাহর খাতিরে প্রান্তর অতিক্রম করা কাজ? হ্যাঁ বা না, হ্যাঁ এটি একটি কাজ।অর্থাৎ এগুলো আমল বা কাজ, তাই আল্লাহ আর উল্লেখ করেননি যে এগুলো আমল।কারণ এটি স্পষ্ট। সবাই জানে এগুলো আমল, তাই আর বলার দরকার নেই। এখন আগের আয়াতটি দেখুন, ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ
وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ ওহ! কী চমৎকার !!
''এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে''
আপাতত এই তিনটি জিনিস ভাবুন, পিপাসা, ক্লান্তি ও ক্ষুধা, এর কোনটাই কিন্তু আমল বা কাজ নয়, আপনি পিপাসার্ত হয়ে এখানে বসে আছেন, এটা কোনো কাজ নয়, আপনি ক্লান্ত এটাও কোন কাজ নয়, আপনি ক্ষুধার্থ এটাও কোন কাজ নয়, কিন্তু যখন এটি আল্লাহর জন্য, এটি একটি কাজ, এটা তখন একটি ‘নেক আমল’ হিসাবে তার জন্য লিখা হয় (যে আলাহ্ র জন্য করছে তার জন্য)।
সুবহানাল্লাহ!!
আপনি সিয়াম রত অবস্থায় বসে আছেন,আপনি পিপাসার্ত,যতবার আপনার পিপাসা পাচ্ছে আপনি একটি নেক আমল পাচ্ছেন।এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন সেটাও একটি ‘আমল’হিসাবে বিবেচিত হচ্ছে আল্লাহর কাছে। ভাবা যায়!!! আপনি ক্লান্ত, হয়তো আল্লাহর জন্য কোন কিছু করেছেন, এখন ক্লান্ত হয়ে বসে আছেন, সেটাও একটি
‘আমল’আল্লাহর কাছে।আপনি পিঠে ব্যথা নিয়ে শুয়ে আছেন(আল্লাহরজন্য কিছু করতে গিয়ে)(আশা করি আল্লাহ এটাও গ্রহণ করবেন) আপনি যা করছেন আল্লাহ শুধু তাই হিসাব রাখছেন না, আপনি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন সেটাও হিসাব রাখছেন।সেটাও আপনার জন্য লিখা হচ্ছে।এটাই হচ্ছে এই শব্দ গুলোর সৌন্দর্য। যেটা আপনি চিন্তাই করেন নি যে ‘আমল’ হিসাবে গোনা হবে,কিন্তু আল্লাহ গুনছেন।আল্লাহ আমদের সেসব কাজ গ্রহন করুক যা আমরা করি, বা সেগুলো যা আল্লাহ আমাদের কাজ হিসাবে গন্য করেন।
No comments:
Post a Comment